পড়াশুনা কিংবা চাকরি- কম্পিউটার আপনাকে জানতেই হবে। কম্পিউটার চালনায় পারদর্শী হওয়াটা প্রোফেশনাল স্কিল হিসেবে গণ্য করা না হলেও এটি একটি জরুরি ও গুরুত্বপূর্ণ বেসিক স্কিল। ফাউন্ডেশন ব্যতিত যেমন একটি বহুতল ভবন নির্মাণ করা যায় না, তেমনি বেসিক কম্পিউটার স্কিল ছাড়া আপনি কোনো প্রোফেশনাল আইটি ক্যারিয়ার গড়তে পারবেন না। বেসিক কম্পিউটার স্কিল এতটাই গুরুত্বপূর্ণ যে এর জন্য ভালো চাকরি পাওয়াও আপনার জন্য কঠিন হতে পারে।
কম্পিউটারে পারদর্শী হতে আপনার কি কি শেখা উচিত, কোন টপিকগুলো জানলে চাকরিতে আপনি ভালো করতে পারবেন? ঘরে বসে ফ্রিল্যান্সিং করা যাবে কি না? বেসিক কম্পিউটার জানা থাকলে অন্য প্রোফেশনাল কোর্সে সুবিধা পাওয়া যাবে কিনা? ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো জানতে পারছেন ইনোভা কম্পিউটার্স বিডির এই কোর্সে। বেসিক কম্পিউটার কোর্সে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক্সেস, ইন্টারনেট, ইমেল, বাংলা ও ইংলিশ টাইপিং,
ইত্যাদি টপিকগুলোর উপর গাইডলাইন প্রদান করা হবে।
মেন্টর হিসেবে থাকছেন দেশের সেরা ও টপ-রেটেড প্রশিক্ষক এবং ফ্রিল্যান্সিং এক্সপার্টদের। ইনোভা কম্পিউটার্স বিডি এর প্রতিটি টেকনোলজি-বেজড ক্লাসরুমে রয়েছে মনোরম পরিবেশ।