বছরের প্রতিদিনই শিক্ষার্থী আর উৎসাহীদের পদচারণায় মুখর থাকে ইনোভা কম্পিউটার্স বিডি এর প্রাঙ্গণ। এরই মাঝে উৎসব আর বিশেষ দিনগুলো আমাদের কাজে প্রেরণা যোগায়। বছরজুড়ে কাটিয়ে আসা অতীতে ফিরে তাকিয়ে দেখলে, আমরা দেখতে পাই স্মৃতিময় অসংখ্য দিন। বিশেষ দিনগুলোতে শিক্ষার্থী-শিক্ষক আর কর্মচারীদের কিছু সুন্দর মুহূর্ত দেখতে পাবেন আমাদের গ্যালারিতে।